মানিকচক ব্লক দপ্তরে একাধিক দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন কর্মসূচি পালন করল গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ একশন নাগরিক কমিটি।
মঙ্গলবার দুপুর নাগাদ গঙ্গা ভাঙন প্রতিরোধ একশন নাগরিক কমিটির সদস্যরা ব্লক অফিসের সামনে জমায়েত হয়। কড়া পুলিশি ঘেরাটোপের মধ্যে দিয়ে ডেপুটেশন দেওয়া হয়। মূলত গঙ্গা ভাঙন পীড়িত মানুষদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি, বন্যার ফলে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ, গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান সহ একাধিক দাবিতে সোচ্চার হন গঙ্গা ভাঙন প্রতিরোধ একশন নাগরিক কমিটি। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোসারেকুল আনোয়ার, তারিকুল ইসলাম সহ অন্যান্যরা। তাদের দাবি না মানা হলে পরবর্তীতে গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন নদী ভাঙন একশন কমিটির সদস্যরা।